মার্চ এলেই মনে পড়ে
স্বাধীনতা সংগ্রাম।
বর্বররা ঝাপিয়ে পড়ল
শহর, গঞ্জ ও গ্রাম।
নির্বিচারে হত্যা করল
বৃদ্ধ, যুবতী-যুবক।
পায়নি রেহাই মা-শিশুরা
পায়নি গুরু-সাধক।
হায়েনাদের ঐ তাণ্ডবে শেষ
হলো রাস্তাঘাট।
ঘর-বাড়ী সব গোলায় পুড়ে
হলো ধু-ধু মাঠ।
সহ্য করা যায় না তো আর
এসব নির্যাতন।
সংগ্রামেরই প্রত্যয়ে তাই
নামলো জনগণ।
প্রবল প্রতিরোধের মুখে
বর্বররা এসে।
অস্ত্র ফেলে হাত উঁচিয়ে
চাইলো ক্ষমা শেষে।
উল্লাসে তাই সকল মানুষ
গান ধরেছিলো স্বাধীনতার
সত্যিকারের স্বাধীনতা কি
উঠেছিলো ঘরে জনতার?
মন্তব্য