হবো বলে খোদার প্রিয়

সততার ফেরিওয়ালা হয়ে ফেরি করি

নামকাওয়াস্তে নত হয়ে সমীপে খোদার,
হেয়ালি খেয়ালে উড়ে যায় ধূয়ার রেশ
আঁধার ছড়িয়ে পড়ে জীবনের পরতে।

সততই সততা আলোয় জীবন ভরে
ফেরাই কাবার মালিকে হৃদয়াবেগ,
জীবনান্তের মখমলি যুগের আর
সফেদ কারিগর আকাশ ও জমীনের।

এখনো ভালোবাসা আছে স্বজনের
ছলছল চাহনী আছে পিতাহীন শিশুদের,
পিপাসু মুসাফির সায়েল দাসত্ব জিঞ্জিরে
তাই, বিলাতে হবে ঘামের ফসল।

ব্রত তাই আজ মনে গেঁথে নেওয়া
নামাজে প্রশান্তি আর জীবনে শুদ্ধতা,
প্রতিজ্ঞা পালন আর পরীক্ষা কৃচ্ছ্রতার
হবো বলে খোদার প্রিয় আর নিরাপদ।

 

(নববর্ষের ভাব কাব্য | আল কুরআন ২:১৭৭)

মন্তব্য