সাদা হবে একদিন

আমাদের দেশে এক আজব খেলা
দূর্ণীতি কদাচারে বিপুল মেলা।

বিবৃতি ভাষণে সদা সাদা সব
আঁধারে ভাষণ দাতা গাদা ভরে খুব।

প্রজা সব নির্মল হয় দিন শেষে
ব্যানারের ভাষাতে ভুল বিশ্বাসে।

আছে তবু কিছু মন ভার মন নিয়ে
সাদা হবে একদিন সব কালো গিয়ে।

বাতাসে আসবে ভেসে সুর কুরআনের
নতুনের খেলা হবে মেলা সকালের।

মন্তব্য