রাতের নিস্তব্ধতা ভাঙতে
নিশুতি পাখিদের বোবা চিৎকার
আর হাজারো স্বপ্নের পথ মাড়িয়ে-
দাঁড়িয়েছি আমি।
রাতের এ নিস্তব্ধতা ঘটাতে
নিয়মিত নিয়ত যারা; নির্দেশিত।
আমার আকুল চাওয়া-
তাঁদের নিয়ন্তার সমীপেই।
"স্বত্ব সঁপেছি তোমাতে-
সঁপতে চাই হরদম,
পথ পেয়েছি পথেই
মান বুঝেছি প্রথম।
নতুন ভোরের স্বপ্নে বিভোর-
চোখ গলে যায় মনের,
মখমলি দিন সবার তরে
আবার পাঠাও দ্বীনের।"
(১ মুহাররম, ১৪৪১ স্মরণে)
মন্তব্য