হৃদয়াকাশ মেঘাচ্ছন্ন
ফেরারী ধোঁয়ার গোলকে,
নি:শ্বাস ঘন হয়, যাতনাসমেত।
মিলে মিশে একাকার
নোনা পানির ধারা।
একক সকাল বার বার ফিরে আসে,
ফাঁকা বসন্ত লয়ে।
তবুও-
জীবনের পরতে পরতে স্বপ্ন আঁকি,
মৃদু প্রলয়ে ভাঙবো নিদ মননের।
হৃদয়াকাশ মেঘাচ্ছন্ন
ফেরারী ধোঁয়ার গোলকে,
নি:শ্বাস ঘন হয়, যাতনাসমেত।
মিলে মিশে একাকার
নোনা পানির ধারা।
একক সকাল বার বার ফিরে আসে,
ফাঁকা বসন্ত লয়ে।
তবুও-
জীবনের পরতে পরতে স্বপ্ন আঁকি,
মৃদু প্রলয়ে ভাঙবো নিদ মননের।
মন্তব্য