হৃদয়ে রোদ মাখি

সকালের সোনা রোদ
ঝরে যায় অযথাই,
গায়ে মাখা হয়ে ওঠে না-
প্রকোষ্ঠ বলয়ের বিরহে।

হৃদয়ে রোদ মাখি,
ঘেমে নেয়ে একাকার হই-
ফেরারি মনের লাগি।

তারারা জ্বল জ্বল করে
নিয়মিত অমোঘে- দৃষ্টির গোচরে,
আঁচড় হয়ে আসে না; নয়নে।
তবুও গুনে যাই স্বপ্নের আকরে-
তুমিহীন হালে।

আকাশে রাত আসে
দিন যায় নিয়মেই,
আমার আকাশে দিন আর রাত-
একীভূত নিয়মের বাইরে; হয়তো।

মন্তব্য