দূরত্ব তুমি এতো কাছে কেন?

মায়ার ধরনীর পথে হাটি,
কায়াদের মখমল বিছানার প'রে।
পা দু'টো চোখ বুজে নরমে;
দু'হাতের বৃদ্ধারা সরব হয়ে, স্ক্রল করে-
সেনসিটিভ কাঁচ তন্তুর গায়ে।

ব্যস্ত অঙ্গুলির অব্যক্ত কাব্য-
নিশ্চুপ করে দেয় মস্তকের ভালোবাসিয়ে নার্ভদের,
দূরত্ব কাছের হয় মনুষ্য সমাজে হিয়াদের।

মন্তব্য