এ বেলা কেটে যায়

আশার প্রকোষ্ঠে হৃদয়াবদ্ধ আমার,

জীবন প্রান্তরে হাহাকার বিলাপরত, আশা।
ক্ষণিকের দুনিয়ায় ক্ষণ চলে যায় ক্ষুদ্র ক্ষণ হয়ে;
বার বার ফিরে পাই নবকল্লোলে, ক্ষণ।

এ বেলা কেটে যায় তথাপি,
হাতে গোনা হৃদয়ের স্মরণে।

নব মানসে নাবিকের স্বপ্নটা
আছে আজো না চাওয়ার মননে,
রাত হেরি সফেদ সকালের লাগি
অগণন আকাঙ্খায় আবারো।

মন্তব্য